Comments

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কলেজছাত্রী কনক



কলেজ ছাত্রী কনক নিজের জীবনের চেয়েও বেশি ভালবেসেছিলেন আতিকুর রহমান আতিককে উদ্দেশ্য ছিল ভালবেসেই আতিককে বিয়ে করা কনকের সে স্বপ্ন সত্যও হয়েছিল ঘটা করে না হলেও একটু গোপনে রেজিষ্ট্রি করে বিয়ের কাজটি সেরেছিল আতিক প্রতিশ্রুতি দিয়েছিল কিছুদিন পরই কনককে সে ঘরে তুলবে কিন্তু দিন যায়, মাস যায়, বছর চলে যায়, আতিক তার প্রতিশ্রুতি রাখে না কনক শ্বশুরালয়ের কথা তুলতেই পাশ কেটে যায় আতিক পাল্টে যেতে থাকে সে কনকের প্রেমাকাশের ঈশান কোণে কালো মেঘ জমে আতিক প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং কনকের সাথে দীর্ঘ সময়ের প্রেম ও বিয়ের কথা সরাসরি অস্বীকার করে কালো মেঘ ভেঙে বাজ পড়ে কনকের মাথার ওপরে কিন্তু এতে মনোবল না হারিয়ে কনকও পাল্টে যান কনকের কোমল হৃদয়ও ইস্পাত কঠিন হয়ে যায় স্ত্রীর অধিকার আদায়ের জন্য কনক একাই শ্বশুরালয়ে অবস্থান নেয়ার সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত অনুযায়ী কনক গতকাল বুধবার বেলা ১২টার দিকে ধুনটের কুঠিবাড়ি গ্রামে আতিকের বাড়িতে অবস্থান নেন কিন্তু 'প্রেমের নাম যে বেদনা' কনক তা জানতেন না একদিন যাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসে ছিলেন, যাকে স্বামী হিসাবে বরণ করে নিয়েছিলেন স্বামী হিসাবে যার কাছে সর্বস্ব সঁপে দিয়েছিলেন সেই আতিকের হাতেই রক্তাক্ত জখম হতে হয়েছে তাকে শুধু তাই নয়, এ সময় তাকে মেরে ফেলার জন্য আতিক তার মুখে স্যাভলনও ঢেলে দেয় এতে কনক সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে থাকে পরে লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয় কিন্তু সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয় তার অবস্থা আশংকাজনক জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কনক গুরুতর অসুস্থ শেরপুর ডিগ্রী কলেজের ছাত্রী আন্দালীবুল জান্নাত ওরফে কনক (২০) শাজাহানপুর উপজেলার ডেমাজানি গ্রামের বাসিন্দা আমরুল ইউপি'র সাবেক চেয়ারম্যান মৃত রাজিবুল ইসলামের মেয়ে এছাড়া তার প্রেমিক আতিকুর রহমান আতিক ধুনট পৌর ছাত্রলীগের সভাপতি এবং একই উপজেলার কুঠিবাড়ি গ্রামের কায়কোবাদ হোসেনের ছেলে কনকের আত্মীয় স্বজন অভিযোগ করেছেন আতিকের সাথে কনকের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল প্রেমের এক পর্যায়ে আতিক গত ৫ সেপ্টেম্বর ১০ লাখ টাকা মোহরানায় কনককে বিয়ে করে তাদের বিয়ে রেজিষ্ট্রি হয়েছে তারা এই বৈধ কাগজপত্রও সাংবাদিকদের প্রদর্শন করেন এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে এদিকে ধুনট প্রতিনিধি রফিকুল ইসলাম জানান পৌর ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান দাবি করেছেন গত ৪ সেপ্টেম্বর রাতে কনকের আত্মীয় স্বজন তাকে তার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় এরপর তাকে মারপিট করে সাদা স্ট্যাম্পে ও কাবিল নামায় স্বাক্ষর করে নিয়েছে এ বিষয়ে গত ৫ সেপ্টেম্বর ধুনট থানায় জিডি করা হয়েছে আতিকুর রহমান আরো দাবি করেছে কনক তার স্ত্রী নয় তাকে কোন নির্যাতন বা স্যাভলন খাওয়ানো হয়নি তবে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নার্গিস পারভিন জানান অসুস্থ অবস্থায় কনক স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন তার মুখের ভিতর স্যাভলন পাওয়া যায়।

No comments:

No. of Visitors

Followers

Recent Posts

SWT Credits

SWT Featured Posts Slider

SWT Breaking News Bar

SWT MAIN MENU

Games

Advertisements

Pesquisar

Popular Posts

জনপ্রিয় পোস্ট

| Copyright © 2013 _Blogger