Comments

অপারেটি সিস্টেমগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে উইন্ডোজ উইন্ডোজের বিভিন্ন সংরক্ষণের মধ্যে জনপ্রিয় হল উইন্ডোজ এক্সপি উইন্ডোজ এক্সপি সেটআপ দেয়ার পর ডিফল্ট বুট স্ক্রিণ হিসেবে আসে মাইক্রোসফটের লগো আর কত? কত দেখব এই লগো? এখন আপনি চাচ্ছেন আপনার পচন্দের ছবি দেখতে আপনার কম্পিউটারের বুট স্ক্রীণে সমস্যা ঐ একটি জায়গায় কীভাবে পরিবর্তন করা যাবে লগোটি, তাই না কোন সমস্যাই না কবে একটু কষ্ট করতে হবে, বৈকী। বুট স্ক্রীণ পরিবর্তন করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।৬৪০*৪৮০ পিক্সেল ও 16 Color Bitmap মুডে একটি ছবি নিন।এর জন্য আপনি এম এস পেইন্ট বা এডোবি ফটোসপ ব্যবহার করতে পারেন।এবার ছবিটি boot নামে C:\Windows ফোল্ডারে সংরক্ষণ করুনএবার মাই কম্পিউটার ওপেন করুন।Tools >>> Folder Options এ ক্লিক করুন।View ট্যাবে Show hidden files and folders নির্বাচন করুন।একই ট্যাবে Hide protected operating system files (Recommended) অপশনটি আনচেক করুন।এবার সি ড্রাইভে প্রবেশ করুন ও boot।ini ফাইলটা খুঁজে বের করুন।ফাইলটি Read only অবস্থায় আছে। এর Read only আনচেক করতে, ফাইলটির উপর মাউসের রাইট বাটন ক্লিক করুন ও মেনু থেকে Properties এ ক্লিক করুন।এবার Read only আনচেক করুন ও ok করে বেরিয়ে আসুন।এবার boot.ini ফাইলটিকে নোটপ্যাডে খুলুন।তাহলে অনেকটা নিচের মতো দেখাবে।

[boot loader] timeout=30 default=multi(0)disk(0)rdisk(0)partition(1)\WINDOWS [operating systems] multi(0)disk(0)rdisk(0)partition(1)\WINDOWS=”Microsoft Windows XP Professional” /noexecute=optin /fastdetect

এখানে দেখুন /fastdetect লেখা দেখতে পাচ্ছেন।এই লেখার পরে একটা ফাঁকা জায়গা রেখে নিচের কোডটি লিখুন ও boot.ini ফাইলটি সংরক্ষণ করুন।/bootlogo /noguibootএবার আপনার সিস্টেম রিবুট করুন।কোডটি দেখতে এই রকম হবে।

[boot loader] timeout=30 default=multi(0)disk(0)rdisk(0)partition(1)\WINDOWS [operating systems] multi(0)disk(0)rdisk(0)partition(1)\WINDOWS=”Microsoft Windows XP Professional” /noexecute=optin /fastdetect /bootlogo /noguiboot

এই বার আপনি ‘noguiboot’ এর স্থানে ‘boot.bmp’ নামে সেভ করে reboot করুন আর দেখুন আপনার boot screen টি বদলে গেছে


আপনি যখন একটি ব্লগ তৈরি করেন ঠিক তখন পাশাপাশি আপনি চান জ ফেসবুকেও এর একটি পেজ খুলতে। পেজ ঠিকই খুলেন কিন্তু আপনি আপনার ব্লগ এ পোস্ট করলেও, আপনার ফেসবুক ফান পেজ এ পোস্ট করার টাইম হয় না। তাই আজ আমি আপনাদের দেখাব কিভাবে আপনার ব্লগ ( ব্লগার।কম) এর পোস্ট ফেসবুক এ অটো পোস্ট করবেন।

নিচের ক্রমানুসারে কাজ করবেনঃ

১) আপনার ফেসবুক এ লগিন করুন
২)সার্চ বক্স এ সার্চ দিন "NetworkedBlogs."
৩) আপানার ফেসবুক এর "app" থেকে "Register a Blog" এ ক্লিক করুন। এবং আপনার ব্লগ এর বিস্তারিত দিন।
ভাল টপিক দিবেন যেন আপনার ব্লগটি সহজে খুজে পাওা জায়।
৪) রেজিস্টার করার পর আপনার , Edit Details এ ক্লিক করুন এবং RSS or ATOM feed যোগ করুন।
৫) এখন আপনার "NetworkedBlogs. এ জান এবং "Syndication," এ ক্লিক করুন।
৬) "auto-publish to personal profile" এটি চেক করুন
৭) এবার আপনি একটি টেস্ট পোস্ট পাবলিশ করুন।
৮)যদি টিক মত পাবলিশ হয় তাহলে আপনার কাজ হয়ে গেছে।

এবার আপনার ইচ্ছা মত ব্লগ এ পোস্ট করুন আর দেখুন যে ফেসবুক পোস্ট এ অটো পাবলিশ হচ্ছে সব পোস্ট

সবাইকে আমার প্রানঢালা শুভেচ্ছা জানিয়ে আমি একটি নতুন পোস্ট শুরু করলাম। আমরা সাধারনত মোবাইল ফোনকে ইউ এস বি এর মাধ্যমে সংযোগ দিয়ে মডেম হিসেবে ব্যবহার করে পিসিতে ইন্টার নেট ব্যবহার করি। কিন্তু আমরা ইচ্ছা করলে এই কাজটি ইউ এস বি ক্যাবল ছাড়া শুধুমাত্র মোবাইলের ব্লুটুথ দিয়ে করতে পারি। এবং আরো ভাল হল এর জন্য আপনাকে কোন সফটওয়ার ব্যবহার করতে হবে না। তাহলে চলুন



শুরু করি।

প্রয়োজনীয় উপকরন:

১. একটি ব্লুটুথ মোবাইল

২. একটি ব্লুটুথ ডঙ্গোল(পিসির জন্য , ছবি দেখুন)

৩. একটি ইন্টারনেট সিম (আমি এখানে জিপি মামা কে ব্যবহার করেছি)

৪. কিছু সাধারন নলেজ।

প্রথমে আপনি পিসি অন করুন। এর পর ব্লুটুখ ডঙ্গোল টি পিসিতে ইউ এস বি পোর্টে লাগান। এখন মোবাইলের ব্লুটুথ অন করুন। ব্লুটুথ ভিজিবিলিটি shown to all করে দিন।

এখন ক্লিক করুন start > control panel > Bluetooth device > add > give check on (my device is set up ready to be use) > এখন আপনার সেট দেখাবে। তার উপর মাউস ক্লিক করে next এ ক্লিক করুন। > আবার next > এখন যে পাসওয়ার্ড দেখাচ্ছে তা আপনার মোবাইলে দিন ও ওকে করুন। ব্যস কাজ শেষ।

এখন ‍start > connect to > show all connections > এখানে দেখুন Personal Area Network এর নিচে Bluetooth Network Connection আছে।

এখন আপনি এই পেজের উপরে বামে দেখুন। ক্লিক করুন create a new connection > next > next > give check in (setup my connection manually) > next > give check in (connect using a dial up modem) > next > write gp > next > give *99# in phone number > next > next > give check in (add a short cut to this connection to my desktop) > finish.

এখন আপনি আপনার ডেক্সটপে যান। সেখানে দেখেন যে একটি gp নামের সর্টকার্ট তৈরী হয়েছে। ডাবল ক্লিক অন ইট। তারপর ডায়াল এ ক্লিক করুন। এখন মোবাইলের দিকে তাকান । সেখালে এ্যাকসেপ্ট করুন, আর ইনজয় করুন দারুন ইন্টারনেট।

একটি কথা মোবাইটি কোন উচু জায়গায় রাখবেন। তাহলে স্পিড ভালো থাকবেন।

আপনার মঙ্গল কামনায়

আমাদের বাংলাদেশ বহু ত্যাগের বিনিময়ে আজকের এ অবস্থানে এসে পৌঁছেছে ১৯৭১ সালে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর আমরা এ দেশ স্বাধীন করেছি আমাদের বীর মুক্তিযোদ্ধারা তাদের জীবন বাজি রেখে এ বাংলাদেশকে ঘৃণ্য পাকিস্তানিদের কাছ থেকে মুক্ত করেছেন এ দেশ স্বাধীন হয়েছে ৪০ বছর হয় কিন্তু দেশের প্রতি বাঙালির ভালোবাসা কমেনি এতটুকুও আর এ ভালোবাসার ছোঁয়া লেগেছে দেশের অন্যতম প্রধান সামাজিক ওয়েবসাইট ফেসবুকেও ডিসেম্বর মাস শুরু হওয়ার পর থেকে ফেসবুক খুললেই দেখা যায় লাল-সবুজের পতাকা ধীরে ধীরে বাড়ছে এর সংখ্যা এ সংখ্যাটাকে ১০ লাখে নিয়ে যেতে প্রচারণা চালানো হচ্ছে বন্ধুদের প্রোফাইলে প্রোফাইলে দেওয়া হচ্ছে এ বিষয়ে বিভিন্ন স্ট্যাটাস বাংলানিউজের পাঠকদের জন্য এমন একটি স্ট্যাটাস তুলে ধরা হলো- (আমরা আমাদের এই ছোট দেশটাকে অনেক ভালোবাসি কিন্তু কজনই বা দেখতে পারি? যদি বলি আমরা চাইলেই পারি।

আসুন আমরা আগামী ১৫ ডিসেম্বরের রাত ১২টা থেকে ১৬ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত আমরা আমাদের ফেসবুক প্রোফাইলে ব্যক্তিগত ছবির পরিবর্তে বাংলাদেশের জাতীয় পতকার ছবি ব্যবহার করি দেশকে যে আমরা মায়ের মতো ভালোবাসি, আসুন তা বাকী দুনিয়াকে দেখিয়ে দেই ভাবুন তো একবার, পুরো ফেসবুকের বাংলাদেশি প্রোফাইলগুলোতে শুধু লাল আর সবুজে ছেয়ে যাবে ভাবতেই কেমন লাগছে, তাই না? নিশ্চই বাংলাদেশি হিসেবে নিজের কাছেই গর্বে ফুলে উঠবে আপনার বুক স্ট্যাটাসটিতে আরও বলা হয়েছে, বাংলাদেশে এখন ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১ দশমিক ৭ মিলিয়ন আমরা আশা করি অন্তত অর্ধেক সংখ্যক ব্যবহারকারী এই ইভেন্টে অংশগ্রহণ করবে) আশানুযায়ী ফেসবুকের ১০ লাখ বন্ধুর প্রোফাইল বাংলাদেশের পতাকা দিয়ে সাজানো হলে এ হবে এক অনন্য রেকর্ড।

চারদিক ব্লগে আমি
জাতীয় মহিলা ক্রিকেট দলের কৃতী ক্রিকেটার বগুড়ার গর্ব খাদিজাতুল কুবরাকে গতকাল বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয় বগুড়া প্রেসক্লাব মিলনায়তনে বগুড়া এসোসিয়েশনের সভাপতি এইচ আলিম'র সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বগুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম নয়ন, সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সভাপতি মীর্জা সেলিম রেজা, বগুড়া জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মিলন, সহ-সভাপতি শহিদুল ইসলাম , খাজা আবু হায়াত হিরু, এসাসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি রাহাত রিটু প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, বিএফইউজে'র নির্বাহী সদস্য মহসিন রাজু, শহীদ চাঁন্দু স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জামিলুর রহমান জামিল, জেলা মহিলা ক্রিকেট দলের কোচ মোসলেম উদ্দিন, সংবর্ধিত ক্রিকেটার কুবরার গর্বিত পিতা জামিল আকতার, ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মমিনুর রশীদ সাইন, স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সাবেক সভাপতি মোস্তফা মোঘল, শামীম আলম, সাবেক সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম মুক্তা, কোষাধ্যক্ষ সানাউল হক শুভ প্রমুখ সভায় আলোচনা শেষে অতিথিবৃন্দ কুবরা'র হাতে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট দিয়ে সংবর্ধনা জানান এসময় সংবর্ধিত কুবরা তার অনুভুতি প্রকাশ করতে গিয়ে বলেন, 'বগুড়ায় জন্ম নিয়ে আমি গর্বিত আজ আমাকে সংবর্ধনা দেয়া মানে শুধু আমাকে নয় দেশের মহিলা ক্রিকেটারদের সংবর্ধনা দেয়া হলো আগামীতে মেয়েদেরকে ক্রিকেট খেলায় আরো এগিয়ে আসতে হবে তাহলে বিশ্ব ক্রিকেটে দেশের মহিলারা আরো ভাল ফলাফল করে দেশের জন্য সুনাম বয়ে আনবে'


কলেজ ছাত্রী কনক নিজের জীবনের চেয়েও বেশি ভালবেসেছিলেন আতিকুর রহমান আতিককে উদ্দেশ্য ছিল ভালবেসেই আতিককে বিয়ে করা কনকের সে স্বপ্ন সত্যও হয়েছিল ঘটা করে না হলেও একটু গোপনে রেজিষ্ট্রি করে বিয়ের কাজটি সেরেছিল আতিক প্রতিশ্রুতি দিয়েছিল কিছুদিন পরই কনককে সে ঘরে তুলবে কিন্তু দিন যায়, মাস যায়, বছর চলে যায়, আতিক তার প্রতিশ্রুতি রাখে না কনক শ্বশুরালয়ের কথা তুলতেই পাশ কেটে যায় আতিক পাল্টে যেতে থাকে সে কনকের প্রেমাকাশের ঈশান কোণে কালো মেঘ জমে আতিক প্রতিশ্রুতি ভঙ্গ করে এবং কনকের সাথে দীর্ঘ সময়ের প্রেম ও বিয়ের কথা সরাসরি অস্বীকার করে কালো মেঘ ভেঙে বাজ পড়ে কনকের মাথার ওপরে কিন্তু এতে মনোবল না হারিয়ে কনকও পাল্টে যান কনকের কোমল হৃদয়ও ইস্পাত কঠিন হয়ে যায় স্ত্রীর অধিকার আদায়ের জন্য কনক একাই শ্বশুরালয়ে অবস্থান নেয়ার সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্ত অনুযায়ী কনক গতকাল বুধবার বেলা ১২টার দিকে ধুনটের কুঠিবাড়ি গ্রামে আতিকের বাড়িতে অবস্থান নেন কিন্তু 'প্রেমের নাম যে বেদনা' কনক তা জানতেন না একদিন যাকে মন প্রাণ উজাড় করে ভালোবেসে ছিলেন, যাকে স্বামী হিসাবে বরণ করে নিয়েছিলেন স্বামী হিসাবে যার কাছে সর্বস্ব সঁপে দিয়েছিলেন সেই আতিকের হাতেই রক্তাক্ত জখম হতে হয়েছে তাকে শুধু তাই নয়, এ সময় তাকে মেরে ফেলার জন্য আতিক তার মুখে স্যাভলনও ঢেলে দেয় এতে কনক সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে ছটফট করতে থাকে পরে লোকজন তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেয় কিন্তু সেখানে তার অবস্থার অবনতি ঘটলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল হাসপাতালে স্থানান্তর করা হয় তার অবস্থা আশংকাজনক জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে কনক গুরুতর অসুস্থ শেরপুর ডিগ্রী কলেজের ছাত্রী আন্দালীবুল জান্নাত ওরফে কনক (২০) শাজাহানপুর উপজেলার ডেমাজানি গ্রামের বাসিন্দা আমরুল ইউপি'র সাবেক চেয়ারম্যান মৃত রাজিবুল ইসলামের মেয়ে এছাড়া তার প্রেমিক আতিকুর রহমান আতিক ধুনট পৌর ছাত্রলীগের সভাপতি এবং একই উপজেলার কুঠিবাড়ি গ্রামের কায়কোবাদ হোসেনের ছেলে কনকের আত্মীয় স্বজন অভিযোগ করেছেন আতিকের সাথে কনকের দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল প্রেমের এক পর্যায়ে আতিক গত ৫ সেপ্টেম্বর ১০ লাখ টাকা মোহরানায় কনককে বিয়ে করে তাদের বিয়ে রেজিষ্ট্রি হয়েছে তারা এই বৈধ কাগজপত্রও সাংবাদিকদের প্রদর্শন করেন এ ঘটনায় থানায় জিডি করা হয়েছে এদিকে ধুনট প্রতিনিধি রফিকুল ইসলাম জানান পৌর ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান দাবি করেছেন গত ৪ সেপ্টেম্বর রাতে কনকের আত্মীয় স্বজন তাকে তার বাড়ি থেকে অপহরণ করে নিয়ে যায় এরপর তাকে মারপিট করে সাদা স্ট্যাম্পে ও কাবিল নামায় স্বাক্ষর করে নিয়েছে এ বিষয়ে গত ৫ সেপ্টেম্বর ধুনট থানায় জিডি করা হয়েছে আতিকুর রহমান আরো দাবি করেছে কনক তার স্ত্রী নয় তাকে কোন নির্যাতন বা স্যাভলন খাওয়ানো হয়নি তবে ধুনট স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার নার্গিস পারভিন জানান অসুস্থ অবস্থায় কনক স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন তার মুখের ভিতর স্যাভলন পাওয়া যায়।
বামী সাঈদ হাসান সুমনের মৃত্যুর খবরে মর্মাহত রুমানা মনজুর (৩৩) এক বিবৃতিতে তিনি বলেছেন, এ বিষয়ে মন্তব্য করার মতো যথেষ্ট তথ্য আমার কাছে নেই। কিন্তু তার মারা যাওয়ার খবরে আমি মর্মাহত গত ৬টি মাস আমার জীবন বহু জটিলতায় কাটছে এ অবস্থায় তার মৃত্যুর খবর আমার কাছে সহজ ব্যাপার নয়। গতকাল এ খবর দিয়েছে অনলাইন মন্ট্রিয়াল গ্যাজেট এতে বলা হয়, রুমানা মনজুর বৃটিশ কলম্বিয়া ইউনিভার্সির গ্র্যাজুয়েট এবং নিজ দেশ বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রফেসর তার স্বামী সাঈদ হাসান এ বছরের মাঝামাঝি তাকে প্রচণ্ড প্রহার করে তার দু’চোখ অন্ধ করে দেন।প্রিজন সেলে কারা ঢুকেছিল : হাসান সাঈদের রহস্যজনক মৃত্যু
হাসান সাঈদের রহস্যজনক মৃত্যুর মধ্যরাতে কারা প্রিজন সেলে প্রবেশ করেছিল কি কারণে তারা সাঈদের কক্ষে প্রায় এক ঘণ্টা সময় ব্যয় করেছিল? ওই রাতে লুঙ্গি পরিহিত সাঈদকে প্যান্ট পরিয়েছিল কারা ? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেলে হাসান সাঈদের রহস্যজনক মৃত্যুর পর গতকাল এমন নানা প্রশ্ন তুলেছেন নিহতের স্বজনরা এ ঘটনায়  কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছেন তারা নিহতের স্বজনদের অভিযোগ, হাসান সাঈদ স্বাভাবিকভাবে মারা যায়নি। তার মৃত্যু রহস্যজনক নিহতের ছোট ভাই শাওন বলেন, বিভিন্ন মাধ্যমে খোঁজ নিয়ে জানতে পেরেছি সোমবার দিবাগত রাত ২টার দিকে প্রিজন সেলে হাসানের কক্ষে কয়েকজন লোক প্রবেশ করেছিল ওদের মধ্যে হাসপাতালের সুপারিনটেনডেন্ট জালাল ছিলেন তারা প্রায় এক ঘণ্টা সময় ব্যয় করে চলে যান তারা কোন উদ্দেশে সেখানে গিয়েছিল তা পরিষ্কার নয় সাঈদের মা কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলে প্রিজন সেলে বন্দি ছিল ওই অবস্থায় কখনই প্যান্ট পরতো না সবসময় লুঙ্গি পরে থাকতো তার প্রশ্ন, ওই রাতে তার ছেলেকে প্যান্ট পরিয়েছিল কারা তিনি আরও বলেন, আমার ছেলে রুমানাকে প্রচণ্ড ভালবাসতো প্রথমদিকে স্ত্রী হিসেবে রুমানাও ভাল ছিল কিন্তু কানাডা যাওয়ার পরপরই সে বদলে যায় কানাডায় ইরানি ছেলের সঙ্গে পরকীয়ার নানা মুখরোচক খবর জানতে পেরেই সে মুষড়ে পড়েছিল তাই বলে কখনোই আমার ছেলে আত্মহত্যা করতে পারে না চোখের সমস্যা ছাড়া কোন রোগ-বালাই ছিল না মৃত্যুর দুদিন আগেও আমি ওর সঙ্গে কথা বলেছি ও নিজেই আইনজীবীর মতো বিভিন্ন জায়গায় যাওয়ার কথা বলেছিল কার কাছে গেলে কিভাবে জামিন পাওয়া যাবে সেসব বিষয়ে দিক-নির্দেশনা দিয়েছিল সেই ছেলে কখনোই আত্মহত্যা করতে পারে না আমি এর বিচার চাই আমেরিকা প্রবাসী সাঈদের বোন সামিরা হক বলেন, কারাবিধি অনুযায়ী হাজতি বাথরুমে গেলেও তাকে অনুসরণ করার নিয়ম রয়েছে অথচ দীর্ঘক্ষণ ধরে সাঈদ বাথরুমে পড়েছিলেন অথচ কেউ টের পেলেন না- এটা কোনভাবেই বিশ্বাসযোগ্য নয় তিনি প্রশ্ন রেখে বলেন, কোন উদ্দেশে সাঈদের চারপাশে সব দাগী আসামি ও শীর্ষ সন্ত্রাসীদের রাখা হয়েছিল কারা  ও হাসপাতাল কর্তৃপক্ষকে তা পরিষ্কার করতে হবে স্বজনরা জানান, বিডিআর বিদ্রোহ মামলার সাজাপ্রাপ্ত আসামি ছাড়াও শীর্ষ সন্ত্রাসী অপুকে তার কাছাকাছি রাখা হয়েছিল।
সাঈদের দাফন আজিমপুরে: নিহতের স্বজনরা জানান, গতকাল বাদ জোহর হাসান সাঈদের লাশ দাফন করা হয়েছে আজিমপুর কবরস্থানে আমেরিকা প্রবাসী বোন সামিরা হকের জন্য ভাইয়ের লাশ সংরক্ষণ করা হয়েছিল গতকাল সকালে তিনি দেশে ফেরার পর দুপুরে রাজধানীর পরীবাগ জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় মামলার প্রস্তুতি: এদিকে হাসান সাঈদের রহস্যজনক মৃত্যুর ঘটনায় নিহতের স্বজনরা কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন নিহতের ছোট ভাই ফারুক হাসান শাওন বলেন, কারা কর্তৃপক্ষের হেফাজতেই আমার ভাইয়ের রহস্যজনক মৃত্যু হয়েছে তাই প্রাথমিকভাবে তারাই দোষী কোন চক্র কারা কর্তৃপক্ষকে ব্যবহার করেছে, না তারাই আমার ভাইকে হত্যা করেছে- তা মামলার তদন্তেই বেরিয়ে আসবে।


 মুক্তিযুদ্ধের বিভিন্ন তথ্য ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে ইন্টারনেটের মহাসমুদ্রে বাংলাভাষার সবচেয়ে জনপ্রিয় ব্লগ সামহোয়্যারইনব্লগে মুক্তিযুদ্ধের ওপর প্রচুর লেখা আছে- যার বেশিরভাগই ভালো লেখা এই লেখাগুলোকে এক মলাটের ভেতরে নিয়ে আসার একটা তাগিদ অনুভব করেছি আমরা ই-সংকলন প্রকাশের উদ্যোগ মূলত এ কারণেই লক্ষ্য ছিল, আগাগোড়া প্রামাণ্য থাকা তারপরও পারা যায়নি শেষপর্যন্ত আবেগমথিত দীর্ঘ গল্পকাহিনীর চাইতে নিউইয়র্ক টাইমস বা দৈনিক বাংলার ছোট্ট ক্লিপিংসটাকে বেশি গুরুত্ব দিতে চাই

অর্থহীন আলাপের চাইতে স্বজনের মুখে শোনা মুক্তিযুদ্ধের সত্যি ঘটনাকে বেশি মূল্য দিতে চাই মূলত একটি বিশেষ সময়কে আমরা ধরতে চেয়েছি লেখায়-রেখায় ফলে মুক্তিযুদ্ধকে আশ্রয় করে অনেক গল্প-কবিতা ব্লগে প্রকাশিত হলেও তা নেওয়া সম্ভব হয়নি যদিও ব্লগ থেকে পাওয়া লেখাগুলো বিশে¬ষণ করে দেখা গেছে, মৌলিক কাজ কিংবা গবেষণা খুবই কম বলতে দ্বিধা নেই, এ খুবই হতাশার কিছু লেখার শিরোনাম, হঠাৎ চোখে পড়া দু একটি ভুল শব্দ বদলে দেওয়া আর বর্ণবিন্যাসের প্রয়োজনে সামান্য সম্পাদনা ছাড়া লেখকের মূল লেখাকে অবিকৃত রাখার চেষ্টা করছি আমরা অন্যদিক থেকে আবার সম্পাদনার সবচেয়ে বড়ো গলদও এটি অভিন্ন বানানরীতি অনুসরণ করাও সম্ভব হয়নি

তবে লেখক নয়, আমরা বিষয়বস্তুকে প্রাধান্য দিতে চেয়েছি সেভাবেই সাজানোর চেষ্টা করেছি সংকলনের পৃষ্ঠাগুলো দেশের পাঠকদের কথা ভেবে ই-সংকলনের আকার নিয়ে একটা উদ্বেগ সবসময়ই ছিল ইচ্ছে থাকলেও এ দিকটা ভেবে খুব বেশি ছবি রাখা হয়নি এ সংকলনে ফন্টের আকারও খুব বেশি বড়ো রাখা হয়নি পৃষ্ঠাসংখ্যা বেড়ে যাওয়ার ভয়ে এটা ঠিক যে, যা হয়েছে তার চেয়েও আরো ভালো করা সম্ভব- সম্পাদনা, অঙ্গসজ্জা, বর্ণবিন্যাস আর প্রযুক্তিগত দিক থেকে যিনি পরিকল্পনা করেছেন, তিনিই আবার ইলাস্ট্রেটরে কাজ করেছেন তাকেই আবার টুকটাক সম্পাদনা করতে হয়েছে বর্ণবিন্যাসের প্রয়োজনে, কনভার্টারের অলঙ্ঘনীয় বাগগুলোও তাকেই ঠিক করতে হয়েছে একেক করে এই ই-সংকলনটি বিনামূল্যে বিতরণ করা যাবে তবে কোনোক্রমেই এটি বিক্রি করা যাবে না প্রকাশিত সব লেখার স্বত্ত্ব লেখকরা সংরক্ষণ করেন আর এই ই-সংকলনের সঙ্গে সামহোয়্যারইন কর্তৃপক্ষ কোনোভাবেই জড়িত নন ই-বুকে লাইভ লিংক রাখা হয়েছে এর ফলে ই-বুক থেকেই সরাসরি সংশ্লিষ্ট ওয়েবপেজে যাওয়া যাবে সূচিপত্র, ব্লগারের নাম ও অনেক লেখার ভেতরে ভেতরে হাইপারলিংক যুক্ত করা হয়েছে ফলে যেমন সূচিপত্রে ক্লিক করেই সরাসরি নির্দিষ্ট লেখায় যাওয়া যাবে ই-বুকে একটি ডাইনামিক সূচিপত্রও যোগ করা হয়েছে পোস্টে সংযুক্ত ছবিতে দেখুন

অ্যাক্রোবেট রিডারের বাম পাশটা কৃতজ্ঞতা প্রত্যুৎপন্নমতিত্বের আড়ালে টুটুল নামের যে তরুণটি নিজে উদ্যোগী হয়ে পোস্ট দিয়ে, প্রস্তাবিত তালিকার প্রায় অর্ধেক লেখকের অনুমতি এনে দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছেন এ উদ্যোগটিকে, তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি প্রয়োজনের মুহূর্তে পাওয়া গেছে নেমেসিসের সহায়তা তার প্রতি কৃতজ্ঞতা ব্লগারদের মধ্যে আরো যারা নানাভাবে সহায়তা করেছেন, এ উদ্যোগের প্রতি সমর্থন জানিয়েছেন, তাদের সবাইকে ধন্যবাদ নির্দেশনা অ্যাক্রোবেট রিডার ৬ বা তার ওপরের ভার্সনে এই ই-বুকটি ভালোভাবে দেখা যাবে মাইক্রোসফট উইন্ডোজের ৯৮, এক্সপি, ২০০০ ও ভিস্তায় ই-বুকের কিছু নমুনা পরীক্ষা করে ভালো ফলাফল পাওয়া গেছে আর প্রচ্ছদে ব্যবহৃত সচলচিত্র দেখার জন্য অবশ্যই এডবি ফ্লাশ প্লেয়ার ইনস্টল করে নিতে হবে ডাউনলোড করা যাবে 

এখানে ক্লিক করেন 

চারদিক ব্লগে আমি 
বাঙালির বিজয়ের মাস ডিসেম্বর। আজ ২ ডিসেম্বর। একাত্তরের আজকের দিনে বাঙালির সর্বাত্নক প্রতিরোধ যুদ্ধ বিজয়ের পথকে আরো একধাপ এগিয়ে নিয়ে যায়। ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের শেষ প্রান্তে মুক্তিযোদ্ধারা অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যান চুড়ান্ত বিজয়ের দিকে। দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে বীর মুক্তিযোদ্ধাদের একের পর এক বিজয়ের খবর আসতে থাকে। রংপুর, দিনাজপুর, যশোর, বেনাপোল, সিলেট, বগুড়াসহ সীমান্তবর্তী ক্যাম্পগুলো দখল করে নেন মুক্তিযোদ্ধারা। সাভার, নারায়নগঞ্জ, কেরানীগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুরসহ চারদিক থেকে ঢাকাকে ঘিরে ফেলে সাহসী মুক্তিযোদ্ধারা। এ ভাবেই সারাদেশে পাক বাহিনী পিছু হটতে থাকে। শক্রপক্ষ বুঝতে পারে, মুক্তিযোদ্ধাদের আর ঠেকিয়ে রাখা যাবে না। এ রকম পরিস্থিতিতে সেদিন বিবিসি খবর প্রকাশ করে- বিগত ২৪ ঘন্টায় ঢাকায় ৫টি স্থানে বোমা বিস্ফোরন হয়েছে। রামপুরা ও মালিবাগে বিস্ফোরনে বিদ্যুৎ সরবরাহ লাইন বিচ্ছিন্ন হয়ে গেছে। খবরে বলা হয়, জামায়াতে ইসলামীর নেতা গোলাম আযম অদূর ভবিষ্যতে পাকিস্থানে জাতীয় সরকার গঠনের ইঙ্গিত দিয়ে দাবি করেছেন সেই সরকারের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী যেন পূর্ব পাকিস্থান থেকে মনোনীত করা হয়। তার মতে, তবেই নাকি প্রদেশের মানুষের আস্থা ফিরে পাওয়া যাবে। আজ শুক্রবার বিকাল ৩ টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ঐতিহ্য সংসদের উদ্যোগে 'স্বাধীনতার ৪০ বছর : প্রত্যাশা ও প্রাপ্তি শীর্ষক' এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হবে।
সিপিবির কর্মসূচি : ৪ ডিসেম্বর : ঢাকায় 'মুক্তি পতাকার' গণমিছিল। বিকেল ৩:৩০ টায় মুক্তি ভবন থেকে মিছিল শুরু হয়ে শিখা চিরন্তনে গিয়ে শেষ হবে। ৯ ডিসেম্বর : দেশব্যাপী শহীদ মিনারে 'শপথ অনুষ্ঠান'। ১৪ ডিসেম্বর : 'শহীদ বুদ্ধিজীবী দিবস' পালন। সারাদেশে আলোচনা সভা। ঢাকায় ১৩ ডিসেম্বর বিকেল ৪ টায় মৈত্রী মিলনায়তনে আলোচনা সভা। ১৬ ডিসেম্বর : 'বিজয় দিবস' পালন। সারাদেশে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। ঢাকায় ১৬ ডিসেম্বর বিকেলে সাংস্কৃতিক অনুষ্ঠান। ১৭-৩০ ডিসেম্বর : 'জাগরণ পক্ষে' দেশের বিভিন্ন ইউনিয়ন-ওয়ার্ডে সভা, সমাবেশ, শোভাযাত্রা ইত্যাদি। ৩১ ডিসেম্বর : যুদ্ধাপরাধীদের বিচার ত্বরান্বিত করার দাবিতে জেলা সদরে সমাবেশ ও গণমিছিল।
 

No. of Visitors

Followers

Recent Posts

SWT Credits

SWT Featured Posts Slider

SWT Breaking News Bar

SWT MAIN MENU

Games

Advertisements

Pesquisar

Popular Posts

জনপ্রিয় পোস্ট

| Copyright © 2013 _Blogger